নিজেকে কতবার প্রশ্ন করি ।
যা করি সবকি ঠিক করি ?
এক আলোকবর্ষ উত্তরের অপেক্ষায় রয়েছি ।
পাইনি, বার বার খুঁজে দিশাহারা হয়েছি ।


এই যে তোমার আসা যাওয়া  
এইযে তোমার দেওয়া নেওয়া ।
এই যে তোমার হাসি কান্না ।
ফুটিয়ে দেয় আকাশ জুড়ে চুনী পান্না ।
        
অন্ধকারে ফোটাও আলোর ফুলকি
মনের ভিতর জাগাও নাচন চরকী ।
উড়িয়ে নিয়ে যাও কোথায়? তুমি ঝড় কি ?
অনেক দিলে কিচ্ছু চাইতে রাখনি বাকি ।


তোমার বুকে নেব স্মরণ
তুমিই যে জীবন মরন ।
শ্রান্ত পথিক চাইছে ভিক্ষা করুণা দয়া।
ফিরিয়ে দিওনা তুমিই সে শান্ত স্নিগ্ধ ছায়া ।