একআকাশ ভালবাসা দেব বলেছি
সত্যি সত্যি যা বলেছি কথার কথা
কিচ্ছু মনে করোনা দুঃখও করোনা
         একটুও পারিনি ভালবাসতে ।
একসাগর ভালবাসায় সাঁতার দেব
যা বলেছি তাহলো কথার কথা
সাগর বালুকার মত ফুরিয়ে গেছি
          হয়নি সে সাগরে সাঁতার ।
পলাশের মত রঙ ছড়িয়ে দেব
ঝোড়ো বাতাসে সব হারিয়েছি
বৃন্তচ্যুত হয়ে হারিয়ে গেছি আমি
       এখন শুকনো ফুলের ফসিল ।
নীলখাম জুড়ে লিখব প্রেমপত্র  
শুধু শুধু আঁকিবুকি কেটেছি কত
সত্যি সত্যি একটাও লাইন লিখিনি
          নীল খাম এখন আস্তাকুঁড়ে ।
আকাশ নীলে উড়েনা কোন পাখী
সাগর বুকে লোনাজল তৃষ্ণা মেটেনা
পলাশের দিন নিয়ে গেছে বসন্ত
এখন আর নীলখাম খুঁজে বেড়ায় না
          জানি সব ছিল কথার কথা ।