রাত ফুরিয়ে সকাল হোল
পুবের আকাশ রক্তরাগে লাল হোল।
ফুটল কলি মিষ্টি হাওয়ায় দুলে
তুমিও এইতো ছিলে, কোথায় চলে গেলে?


সবুজ ঘাসে হিম পড়েছে
হাল্কা শীতের আমেজ এসেছে।
শিউলি ঝরা সব কে কুড়িয়ে নিলে?
তুমিও এইতো ছিলে, কোথায় চলে গেলে?


দূর আকাশে পাখীর উড়াল ছিল
একে একে শুন্য আসন ভরে গেল।
হটাত হাওয়া কামিনী ঝরিয়ে দিলে
তুমিও এইতো ছিলে,কোথায় চলে গেলে?


আবার বছর ঘুরে মা আসছে ঘরে
আগমনী তাই বাজছে সুরে সুরে।
ঝিলের জলে পদ্ম পাঁপড়ি মেলে
তুমিও এইতো ছিলে, কোথায় চলে গেলে?


খুশির হাসিতে কষ্ট ঢেকে রাখো
মৃত্যুগলিতে একাই হাঁটতে থাকো ।
সব্বাইকে হারিয়ে ভাবছ জিতে গেলে।
যাবে কোথায়? তোমায় যেতে না দিলে!