আজ আটদিন হয়ে গেল লাবণ্য তোমার সাথে কথা হয়নি
আজ এখন অনেকটা ভালো লাগছে, হাঁটা চলা করতে পারছি ।
আজ আকাশটা বেশ পরিষ্কা্‌ সপ্তর্ষিমণ্ডল সাবলীল স্বচ্ছতায়
আজ তুমি নীলাম্বরী, তবে চোখেমুখে উদবিগ্নতা লক্ষ্য করছি।


এই আটটা দিন আমার কেমন কেটেছে তুমি জানো না অরন্য!
সূর্য ছাড়া যেমন দিন, জল বিনা যেমন মীন তেমনি আমি প্রাণহীন ।
কতবার যে সপ্তর্ষিমণ্ডলকে প্রশ্ন করেছি সে ছিল নির্বাক নিষ্প্রাণ
মাথায় ভারী ব্যান্ডেজ দেখছি! কে এমন করে হেনেছে আক্রমন?


যতটা জেনেছি শত্রুপক্ষ বেশ কয়েকটাদিন ধরে লক্ষ্য করেছে;
আকাশ পরিষ্কার দেখে চেনা জায়গায় কথা বলতে গেছিলাম।
মেরে ফেলতে টার্গেট করে যে বোমাটা ছুঁড়েছিল হয় লক্ষ্যভ্রষ্ট
রাতজাগা পাখির চিৎকার পাখার ঝাঁপটায় হয়তো বেঁচে গেলাম।


বোমাটা কাছেই ফেটে যায় অরন্য তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে;
এমন দুর্ঘটনা ঘটে, বন্ধু অনিকেত নাকি সবসময় সাথে থাকে !
আমার দিদিমনির চাকরিটা যখন পাকা তুমি ও কাজ ছেড়ে দাও;
এদিকে বাবা শুনছে না, সেই ছেলেটার সাথে যোগাযোগ রাখে ।