হারিয়ে গেল আর একটা দিন ঠিক বুদবুদের মতো
মনের কালি ধুয়ে দেবে বলে এসেছিল দীপাবলি ।
ছিল প্রশাসনের পোক্ত টহলদারি আর তর্জন গর্জন
তবুও যা হবার ছিল ঠিক তাই হোল একে একে ।
ঘরে গৃহস্থ সজাগ ছিল আর তস্কর ও তৈরি ছিল
তাই কেনা বেচা প্রকাশ্যে আড়ালে হোল নিশ্চিন্তে ।
ক্রেতা বিক্রেতা সবটাই জানত সাদা কালো রঙেতে
বাজারের তৈরি নিষিদ্ধ ফল ঠিক পৌঁছে গেল ঘরেতে।


আকাশে আলোর রোশনাই আঁধারকে করে দেয় ম্লান
আলোর মালা থেকে ঝরে পড়ে বিচ্ছুরিত আলোক কণা ।
শব্দ দৈত্য দাপিয়ে বেড়ালো গলি থেকে রাজপথ
তাঁর শরীরে থেকে নির্গত হোল কালো কুণ্ডলী ধোঁয়া ।
ধিরে ধিরে গিলে নেয় নীল আকাশ আর বায়ুমণ্ডল
হাঁসফাঁস শ্বাস প্রশ্বাসে কুয়াশা নয় সে ধোঁয়াশায় বটে !