মাঝে মাঝে হারিয়ে ফেলি
আবার খুঁজে নিয়ে আসি হৃদয়ের বালুচর খুঁড়ে ।
নতুন করে পাব বলে, আবার আবিষ্কার করি ।
আমার তুলি রঙে ডুবিয়ে ক্যনভাস জুড়ে আঁকি ।
আমার ঘর গৃহস্থালিতে ভীষণ রকম মানিয়ে যায়।
শিউলি তলায় দাঁড়িয়ে অনায়াসে ফুল ঝরে যায়।
স্নান সেরে ভিজে চুল শুকিয়ে নেওয়া দ্বিপ্রহরে।
কিম্বা লালপাড় শাড়িতে নিবিষ্ট মনে ঠাকুর ঘরেতে।
আটপৌরে অপ্রস্তুত গালে হলুদ লাগা রান্নাঘরে ।
আমার ভীষণ জ্বরে উদ্বিগ্ন সারাক্ষণ ব্যস্ত জলপট্টিতে ।


আজ ক্যনভাস জুড়ে লাল সবুজের অপেক্ষা;
পথের দিকে উন্মুখ হয়ে আছ হয়তো আমার জন্য ;
বুকের ভিতরে বাজে হাজার ধামসা মাদল ;
দোল দোল কি হিল্লোল লাগে দোল লাগে দোল  ;
সূর্যকিরন যেমন কুয়াশার চাদর ভেদ করে ;
তুমিও আসবে অন্তর্ভেদী দৃষ্টিতে ক্যনভাস ছিঁড়ে ...