তোমার আমার মাঝে এক আকাশ ফারাক ;
তুমি মরণের ওপারে আমি জীবনের এপারে।
ধুপের ধোঁয়ার সাথে নিয়ে গেছ জুই-এর গন্ধ;
তবু অনাহত শব্দ শুনি মধুর নুপুর ধ্বনিত ছন্দ।
বাউলানি গান থামিয়ে শুনে কেঁদেছে অঝোরে;
পথ ভুলেছে ফুরুত চড়ুই খুদকুড়ো থাকে পড়ে।


একদিন দেখি শঙ্খ বাজে তোমার পূজার ঘরে;
অজানা শংকা বুকের ভিতর,মন যে কেমন করে!
পরিপাটি ফুলের বাগান আল্পনা আঁকা উঠোন;
চতুর্দিক দেখে মনে হয় এই সে সুখী গৃহকোণ
ধীর পায়ে গেছি পৌঁছে সাক্ষাত তুমিই পুজারী ;
সে আত্মজা,ছায়াতে মায়াতে লালপাড় তার শাড়ি।