ভোরসকালে একটা শব্দ ধপ
যারা জেগেছিল তারা হতচকিত হোল;
যাদের ঘুম পাতলা তারাও কেউ কেউ জেগে উঠল ;
এবং কপাল কুঁচকে কেউ কেউ বলে উঠলো
- কি হোল? কেন এমন সাতসকালে শব্দ হোল?
এদের ভিতর কেউ একজন অতি সচকিত ছবি তুলে ফেলল।
যদি সকালের কাগজে স্থান পেয়ে যায়...
ভেবেছিল, খবর প্রচারিত হলেই লাইক মন্তব্যে ভরে যাবে।
নাহ তেমন কিছু ঘটলোনা...
বৃষ্টিভেজা কাকের মতন তাজা খবর কেমন মিইয়ে গেল।
শুধু যে প্রাণীটা কুণ্ডলি পাকিয়ে পড়ে ছিল
ভয়ে কিনা জানিনা, দুবার চিৎকার করে উঠলো।
সাথে এক বাঘের মাসী বিরক্ত হয়ে পাঁচিল ডিঙিয়ে গেল।
যে সাপটা উঠানে মাঝে মাঝে দেখা যায়  
সে এসে দেখা দিয়েই অন্য ভাঙাপাইপে দ্রুত আশ্রয় নেয়।
শত্রুপক্ষের বেজিটা তক্কে তক্কে ছিল।
সন্তর্পণে তাড়া করল বটে কিন্ত নাগাল পেলনা।
সদ্য ফ্ল্যাট বাড়ির দেওয়াল থেকে ভেঙে পড়া কারনিশের অংশটা
লক্ষণরেখার ভেবে সেও যথাস্থানে ফিরে গেল ।
তারপর, ঘটনাস্থল একরাশ নির্জনতায় আবার ডুবে গেল।