''মা'' দিনে
আমাদের ছেলেটা ল্যপটপ খুলে দিয়ে বলল,
সিনেমা দেখতে চেয়েছিলে না দেখো ভাল লাগবে।
মা বলল - এত ভল্লুক মা আর দুই বাচ্ছার ছবি।
দেখব না যা! কোথায় নায়ক, নায়িকা কোথায় ভিলেন?
ছেলে বলল - একটা মায়ের গল্প দেখতে থাক;


ছবি শুরু হয়ে গেল...
ভল্লুক মা চিৎ হয়ে শুয়ে উলের বলের মতন দুটো বাচ্ছা ।
মায়ের বুক থেকে শুষে নিচ্ছে অমৃত সুধারস
কখনো কখনো তারা প্রকৃতি দেখে অদ্ভুত বিস্ময় চোখে,
একটূ বড় হতেই মা ওদের নিয়ে হাঁটা দেয়
শ্বেত শুভ্র বরফ মাড়িয়ে। ছোট্টটা পিছিয়ে পড়ছে ;
মা আবার মুখে্তে নিয়ে কপটরাগ প্রদর্শন করে;
মায়ের সাথে বাচ্চারা পাল্লা দেয় প্রায় দৌড়ে দৌড়ে।
হঠাৎ বিশাল বরফপাত থমকে আবার ওরা পথ চলে।
দীর্ঘপথে ছোটটা ক্লান্ত, মায়ের পিঠে ওঠে ঠিক যেন রানী,
পিছনে দাদাকে মাঝে মাঝে জুলজুল চোখে দেখে।
চলতে চলতে বৃষ্টি আসে ফাগুন আসে নদী আসে বুকে,
শত্রু দেখে, মায়ের লড়াই দেখে, শিকার ধরতে শেখে।
স্রোত উজানে মাছেরা ছোটে টুপটাপ থাবা বাগিয়ে দেখে;
পেট ভরলে ডিগবাজী দেয়, তখন শিকার এমনি চলে যায়।


এবার ঘরে ফেরার পালা, যেখান থেকে শুরু সেখানে হবে শেষ।
প্রকৃতি ধিরে শুভ্র বরফে ঢাকবে, ওরা কোন নির্জনতা খুঁজে নেবে।
বসে থাকেনা বয়স মা'যে ফুরিয়ে যায়, মায়ের যে বড় দায় ;
সন্তান তার থাকবে দুধে-ভাতে, মায়েরা কেবল স্বপ্নই দেখে যায় ।