মায়ের সাথে ছা'য়ের খেলা বেশ জমে উঠেছে ।
জমে উঠেছে অভিনব খেলা ব্যস্ততম রাজপথে ।
রাজপথের নেই ভ্রূক্ষেপ কে গেল আর কে এলো।
কে এলো ? যমদূতের মতো ছুটে এলো গাড়িটা।
গাড়িটার শেষমুহুর্তের ব্রেক কোন কাজে লাগলনা।
লাগেনি বিন্দুমাত্র ছা'য়ের, রক্তাক্ত মায়ের শরীর ;
শরীরটা যন্ত্রনায় ছটফট চারিদিকেতে সোরগোল।
সোরগোল ছাপিয়ে ছা তীব্রতায় ঘেউ ঘেউ চিত্কার ;
চিত্কার করে গাড়ির পিছনে দ্রুততায় গেল ছুটে ।
ছুটে আসে পরক্ষণেই মৃত্যুমুখী নিজের মায়ের পাশে ।
মায়ের পাশে বসে লেজ নাড়ে আর চেয়ে থাকে ;
চেয়ে থাকে গর্বিত মা শেষমুহুর্তে ছানাকে বাঁচিয়েছে ।
বাঁচিয়ে বাছাকে পরম মমতায় অন্তিম দেখা দেখে ;
দেখতে দেখতে জল ঝরিয়ে, পৃথি থেকে নেয় বিদায়।