চলে যাবার পূর্বমুহুর্তে মনে হয়নি
          তুমি আমার কতটা জুড়ে ছিলে ?
           ডালিম গাছের নিচে শুকনো পাতা ।
চড়ুইগুলো কিচিরমিচির করে ফিরে গেল ।
          রাখাল বাউল গানের পর তোমায় খুঁজলো
          পাশের বাড়ির বউ বলল উনি কোথায় ?
আমার মুখের কথা মুখেই আটকে ছিল ।
           কোথা থেকে একরাশ ঝড় এলো ;
           আর সব কিছু এলেমেলো হয়ে গেল ;
আমার না বলা কথা মুখেই রয়ে গেল ;
           চমকে দেখি টেলিফোন বাজে নাগাড়ে ;
           "হাসপাতাল থেকে বলছি উনি ভালো আছেন !
আপনি কি মাধবিলতা'র আপনজন !"
           তুমি আমার এতটা জুড়ে ছিলে ?
           অনেক শুন্যতা এখন পূর্ণ করতে হবে ।