মহাভারতের মা বলছি
আমার সন্তানেরা কুরুক্ষেত্র মাঠে মরনাপন্ন
ওদের শুকিয়ে যাওয়া ঠোঁটে ঠোঁটে
তৃষ্ণার বারি তুলে দিতে চাই
আমি মা সেই অধিকার থেকে
তোমরা আমাকে বঞ্চিত করতে পারনা
আমার চোখের জল যেন ওরা না দেখে
তাই সাদা কাপড়ে বেঁধে নিয়েছি চোখ
আমি আমার ছেলেদের চিনি
ওদের শরীরের গন্ধ আমার খুব পরিচিত
ওদের হাসি কান্না প্রতিটি আবেগ
আমার এই কন্ঠে কন্ঠমালার মতন
যখন প্রসববেদনার যন্ত্রনায় কাতর
ঠিক তখন প্রথম শ্বাসে ওদের তীব্র চিত্কার
এই বুকে বয়ে গিয়েছিল আনন্দের ফল্গুধারা
দুচোখে ঝরেছিল খুশির ফুলঝুরি
পীযুষধারায় সে কান্নায় হলো সামগান
ধ্বনিত হলো দশদিক হতে
তুমি মা তুমি মা তুমি মহাভারতের মা
আমার শত শত সন্তানের কাতর আর্তনাদে
আমি সাড়া না দিয়ে কি করে থাকি
বিধান দেবার অধিকারী পুরুষ সম্প্রদায়
বাধা দিয়ে মাতৃকুলকে পিছনে ঠেলে দিওনা
আমার রিক্ত কোলে রক্তে সিক্ত
মাথা রেখে মৃত্যু যন্ত্রনা থেকে মুক্তি দিতে চাই  
ওদের একে একে ঘুম পাড়িয়ে যাব
আমি মা আমি মহাভারতের মা ।