আর বুঝি যুদ্ধ করতে পারছনা
দুটো হাত বুকের উপর রেখে
চোখদুটো বন্ধ করে প্রার্থনারত!
কার জন্য ? কার অপেক্ষা করছ ?
সেতো আসবেই কোন একদিন ।
চোখের কোনে জল চিকচিকানি ?
মুছতে পারছনা মুছিয়ে দেবো ;
জল মানে জীবন । জল খাবেনা ।
গলা শুকনো! ক্ষুদা তৃষ্ণা নেই
হা করো। একটু বড় হা করো।
একবার দুবার তিনবার যখন
তখন ইশারাতে বলছো ;আর না ।
এতক্ষণ বিছানাতে একভাবে আছো
শরীর কিন্ত তোমাকে ছেড়ে দেবেনা ।
সে তার ভাগ ঠিক বুঝে নিতে
শুরু করেছে গুটি গুটি সন্তর্পনে।


পাছে কেউ দিতে ভুলে যাবে ওষুধ
সর্বদা তাই নিজের কাছে রাখতে।
সাতসকালে খালি পেটে নিজে নিতে,
ওটা না খেলে তুমি নাকি বাঁচবেনা?
বেঁচে তুমি আছো ! এটা বাঁচা বলেনা !
মাঝে মাঝে আমাদের মুখগুলো ঝাপসা
     বেমালুম কি ভুলে যাচ্ছ।
কোনো একটা বিশেষ নাম মগজে জুড়ে,
যন্ত্রনায় চিত্কার করে সেই নামে ডাকছো।
এভাবে নিরবে মহাপ্রস্থানের পথে যাত্রা
  নির্ভয়ে একা এগিয়ে চলেছো ।

একদিন হটাত বলে ফেলেছিলে
কে তোমার আপন নাম ধরে ডাকছে ;
      চলে এসো- চলে এসো
অনেকদিন একলা আছি -চলে এসো
পাহাড় যন্ত্রনা ডিঙিয়ে ঝরনাধারায়
      চলে এসো এই মিলনঅঙ্গনে।