খোঁজ চলছে খোঁজ নিত্যই তারই খোঁজ
শরীর জুড়ে তল্লাশ কোথায় যে তার বাস?


হারিয়েছে মন কার? কে পেয়েছে মন কার ?
যে পেয়েছে সেইতো জানে মাণিক রতন হার।


মন ভেঙে হয় খানখান মনের সাথী মনপ্রাণ
হারিয়ে গেলে এই মন উদাসী দুপুর সর্বক্ষণ ।


এইতো সে ভাল ছিল হটাত্‍ তার কী যে হলো ?
কালো করে মেঘ এলো ঝরো ঝরো ঝরে গেলো ।


মেঘ সরিয়ে প্রথম আলো খুশির ডানা মেলে দিলো
বন্ধ দুয়ার খুলে গেলো সুরেতে সুর মিলে গেলো ।


মনে মেলে মন দুইমনে হাজার কথা স্ংগোপনে
শয়ন কিম্বা স্ব্পনে আবার কানন অথবা শ্মশানে।


মনের সাথে মনের মিতা সুখ দুঃখ কত ব্যথা
আপনমনে হাসা কাঁদা জবাব সেথা খোঁজা বৃথা ।


মন কহে সব জনেরে  খুঁজে কেন ফেরো আমারে ?
সদগতিতে মন মধুমতী আলো খুঁজে নেয় আঁধারে ।