মা আজ নাকি জগন্নাথ মাসীর বাড়ি যাবে ?
আজ পবিত্র রথযাত্রা পুণ্যলগন
মাসির তো ইচ্ছা হয় জগন্নাথ আসুক ।
থাক সপ্তাহ ধরে তারপর নাহয় ফিরে যাবে ।


মনে মনে ছেলে ভাবে সেও যাবে মাসির বাড়ি ।
বুকের ভিতর জেগে গেল গোপন ইচ্ছা
মনের ভিতর অদ্ভূত এক রকম দোলাচল
আমি গেলে মাসি খুশি হবে থাকবে সপ্তাহকাল ।


কেউ কিচ্ছু জানালোনা ছেলে হাঁটতে থাকে
ছোটবেলা থেকে সে সেখানে যায়
এবারেও সেও পৌছে যাবে পায়ে পায়ে;
যেতে যেতে মাসির বাড়ি রাস্তা গেল ভুলে ।


দিন গড়িয়ে সন্ধ্যা হয়, রাস্তায় আজ বেজায় ভিড়
এ রাস্তা ও রাস্তা সব যেন অচেনা
কি হবে এখন? কেমন কান্না আসছে ;
লুকানো মনে ভয়ের আশংকা! রাত যে বাড়ছে ।


সবতো তার জানা ছিল, তবে কেন পথ হারালাম।
হটাত সামনে মাসি মুখে মৃদু হাসি
চোখের জল বৃষ্টি হয়ে গাল বেয়ে তার ঝরে
ভাগ্যিস এসেছিলাম রথের মেলায়
        তাই হারানো খোকাকে খুঁজে পেলাম ।