ঠিক করেছি একটাও নয় একটাও নয়
আজ বলব সম্পূর্ণ মাতৃভাষায় সবটা ।
চায়ের জলটা ফুটছে ,পাচ্ছিনা খুঁজে সেটা
বলতেই হলো চিত্কার করে
        কোথায় রেখেছো কাপটা ।
জিভটাকে দিলাম জোরসে বকে হচ্ছেটা কি ?
ঘড়ি দেখে নাকে মুখে দিলাম কিছু গুঁজে
সেজে গুজে তৈরী হয়ে রাস্তায় এসে দেখি
চক্ষু চড়কগাছ বিশাল লাইন অটোর লাইনটা ।
জিভটাকে দিলাম জোরসে কেটে
            মনে মনে বলি হচ্ছে কি এটা ।
হন্তদন্ত হয়ে জোরসে ছুটি হলো বুঝি দেরী
থামিয়ে দিয়ে বলে কেউ - দাদা বাজে কটা?
ঘড়িতো নেই দেখি অন্য উপায় কি আছে ;
        এখন নটা পনের বলছে মোবাইলটা ।
আবার আবার করে ফেলি সেই একই ভুলটা ।
দফতরে ঢুকেছি এক্কেবারে গলদঘর্ম হয়ে    
ভাবি একটু বিশ্রাম নেব পরে শুরু হবে কাজটা;
বসব কোথায় নেইতো যথাস্থানে চেয়ারটা ।
ভুল ভুল সবই ভুল রাখতে পারিনি শপথটা ।
এমন কত শব্দ এসে উর্বর হয়েছে মাতৃভাষাটা।