যে নদীটা ভেবেছিল স্রোত ভাঙতে ভাঙতে  
          মোহনায় গিয়ে মিশবে ।
না সে আর কোনদিন মিশতে পারবেনা ।
ইচ্ছা তার রয়ে গেল অধুরা ।
যে পাখিটা গেয়েছিল গান মধুর সুরে
          নতুন সকাল আনতে ।
না সে আর কোনদিন গান গাইবেনা ।
ইচ্ছা তার রয়ে গেল অধুরা ।
যে মঞ্জিল সেজেছিল একটু একুট করে
          ভালবাসার বাসর হবে ।
না সে আর কোনদিনই  বাসর হবেনা ।
ইচ্ছা তার রয়ে গেল অধুরা ।
যে স্বপ্নটা বোনা হচ্ছিল রঙবাহারে
           নকশীকাঁথার রূপ দিতে ।
না সে আর কোনদিন প্রকাশ পাবেনা ।
ইচ্ছা তার রয়ে গেল অধুরা ।
যে পথটা দুজনের ইচ্ছাতে গড়েছিলাম
            মঞ্জিলে যাবার জন্য ।
সে পথ যেতে যেতে দুভাগ হয়েছে
           ঠিক সমান্তরাল ভাবে ।
কোনদিন সেই পথ এই পথে আর মিলবেনা ।
টুকরো হয়ে গেছে সেই স্বপ্নের মায়ামুকুর ।