মা ...
আজ মা নেই
মাকে ডাকতে ইচ্ছা হয়।
এখন মায়ের জন্য মন কাঁদে ।
মায়ের আশীর্বাদ দুহাতে নিয়ে নিচ্ছি।


মা ...
মা এখন যাও
উনি পছন্দ করেন না।
তুমি দুমাস ধরে এখানে আছো ,
বুঝতে তো পারছ একঘর একদালান।


মা...
এখানে চলে এসো।
তাজমহলের মত সাদা মার্বেল।
কি ঠাণ্ডা । তোমার বুক জুড়িয়ে যাবে ।
তোমার নানান অসুখ, ওষুধের যে বড় দাম।


মা...
তোমার ভালবাসা
সমান ভাগে ভাগ হয়েছে ।
স্থাবর অস্থাবর একেবারে নিক্তিতে।
বুকেতে অস্থায়ী যন্ত্রের যন্ত্রণা ভাগ চায়নি।


মা...
আর একবার
যদি সুযোগ পেতাম!
তোমায় ৫২ পীঠে ভাগ করতাম।
তোমার আশীর্বাদে রোজ হোত হরির লুঠ ।