কোত্থাও মেঘ নেই ! বাদলের এমন দিনে ;
আছি উচাটন উদ্বিগ্নে ! একান্ত গোপনে ;
ফলসা গাছের মতন পাতায় সাজতে চেয়েছি
শুধু নিবিড় আপনি করে, দুহাত পেতে বলেছি
বড় তৃষ্ণা বক্ষ জুড়ে, একটু বৃষ্টি দেবে ?


তুমি মেঘ দাওনি, তুমি বৃষ্টি দাওনি
চমকে ওঠার মতন বিদ্যুত ঝলসানি দাওনি
বজ্রের মতন গুরু গম্ভীর শব্দ দাওনি
সুরমা আঁকা চোখের তির্যক দৃষ্টি দাওনি
তুমিতো জানতে আমি চাতক তবুও ...


এখন প্রতিনিয়ত একটু করে ঝলসে যাচ্ছি
দেখো, এ শরীরে সবুজের লেশ মাত্র নেই
এই পোড়াদেহ উড়িয়ে নিয়ে যাবে কোন ঝড়
তবু তুমি থাকবে নিশ্চুপ নিস্তব্ধ নিথর নিরব
এখনো সময় আছে। এবার মেঘ হও বৃষ্টি দাও ।




* আমার দাদা আর দিদির সুস্থতা কামনা করে আমার এই কবিতা উত্সর্গীকৃত ।