মৌন তপস্বী ধ্যান ভেঙে    দেখো দেখো চোখ মেলে
          বড় দীর্ঘ দগ্ধ এ দিবস যামিনী ।
আশায় আষাঢ় ফিরে গেছে    দুয়ারে শ্রাবন এসেছে
          ঝরেছে মুকুলে চম্পা বকুল কামিনী ।
খুঁজে ফেরে দশ দিশে     প্রিয়া বুঝি পরবাসে
          বাজে এক সুরে সেই বিরহরাগিনী ।
যাও মেঘ যাও একবার   মেঘদূত হও আবার
          প্রিয়ারে বোলো এ করুণ কাহিনী ।
তার দুচোখের কাজল    মেঘবরণ তার কুন্তল
         প্রিয় বিনা কেমন আছে সে মৃদুভাষিনী?  
ওই বুঝি দখিনা আসে      উড়িয়ে আঁচল বাতাসে
         তৃতীয় নয়নে তাঁর চমকিছে দামিনী ।
নিয়ে প্রিয়ার চোখের কাজল   মেঘ বরণ কুন্তল
          সেজেছে সে আজ বারিদবরণী।
আকন্ঠ তৃষা এই ধরনীর    গাছ মাটি প্রাণ স্রোতস্বিনী
          এসো এসো ত্বরা ও তৃষ্ণাদায়িনী ।