সেদিন ছিল ভীষণ রকম ভীষণ বৃষ্টিভেজা ,
আর ছিল কালো কাকের পাখনা ঝাড়া ;
আর ছিল মেঘদূতের বাঁধন ছাড়া দুর্বার ডাক।
বৃষ্টি উপেক্ষা করে পায়ে পায়ে চলেছি ।
বৃষ্টি তখন নটরাজে নৃত্যরত মাথা উপর
ভিজিয়ে দেয় নাগরিক সভ্যতার যত প্রতীক!
ছত্রভঙ্গ ছত্রখানি বেবাক হয়ে পথের মাঝে
আকাশ পানে চেয়ে দুহাতে করি আত্মসমর্পণ ।


বুঝি বৃষ্টির বুকে ভালবাসার দরদ ছিল ;
যাও যাও মেঘদূতের আহ্ববানে যাও পথিক;
সরিয়ে নিলাম মেঘ সরিয়ে নিলাম ঝড় ।
পথ ভুলেছ রাজপথে বুঝি ওই দেখো সীমানা ।
ওখানেই ছিল আছে থাকবে শরত বাবুর আবাস ।
ক্ষনিক রেখেছি তোমার জন্যে বন্ধ বারিধারা ।
তুমিও যাও তোমার কাঙ্খিত বোধন পাড়া ।
দেখো দেখাও শেখো শেখাও নতুন কিছু
আদান প্রদান নোতুন মুখ নোতুন পরিচয় ।
ওখানেও ঝরছে বৃষ্টি অবিরাম কাব্যধারা
তবে আমিও চাই আমার জন্য লেখো কবিতা ।
      আমিও চাই ভালবাসার একটু উষ্ণতা ।