আকাশ এখনি বজ্র বিদ্যুতে হানা দেবে
ও এখনো জানে না যে এতো কিছু ঘটেছে ।
খবর এসেছে আকাশ প্রায় এসে পড়েছে
এসেই তাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরবে ।


খবরটা মিথ্যে রটেছে যে সে আছে ;
মেঘনা যে ধীরে ধীরে হারিয়ে গেছে ।
একটু একটু করে রক্ত শুষে নিয়েছে ,
যত আবডাল ছিল সরিয়ে দিয়েছে ।
বুকের সুধা পালা করে পান করেছে ,
স্বার্থপর লোভীরদল মাংস ছিঁড়ে নিয়েছে
প্রাণহীন অনড় দেহটা সটান পড়ে  আছে ;
কারোর কোনও ভ্রুক্ষেপ নেই বিন্দুমাত্র ।


একমাত্র আকাশই পারে ওর পুনর্জন্ম দিতে
নিয়ে যাক মেঘনাকে যেদিকে তার মন চায়।
ভাসাক  লোভের পাহাড় অঝোর বৃষ্টি ধারায়
আবার মেঘনাকে করে তুলুক যৌবনাসম্পন্না ।