তুমি আসবে নেই কোন আয়োজন
কাশ ফুলের দোলা হয়তো থাকবেনা।
শিউলির মেলা হয়তো থাকবেনা
ছুটি ছুটি মেঘেরা নিশ্চয় থাকবেনা ।


তবু তুমি আসবে আগমনী সুর বিনা
চৌকাঠে দরজায় থাকবেনা আল্পনা।
পাঁচ ফুলেতে সাজি ভরা থাকবেনা
পুজো পুজো গন্ধ ভরপুর থাকবেনা ।
অর্ধনির্মিলিত নেত্রে অমৃতলোক শয্যায়
অনর্গল ঝরাও অশ্রু আমাদেরও তাই
নিরপত্তাহীন বেদনা হৃদয়ে আঁচড়াবে
বার বার মা ডাকে কি সাড়া দেবে ?


রাত বাড়লে একরাশ শুন্যতা ঘিরবে
রাস্তার যত নিশাচর হঠাৎ জেগে উঠবে।
একটা লক্ষী পেঁচা শুধু ডানা ঝাপটায়,
আসি আসি করে মৃত্যু এসে দাঁড়ায় ।