আজ সারারাত জেগে থাকবার জন্য অঙ্গীকারবদ্ধ
টুকরো কথায় হৃদয় জুড়ে সেতারের ঝংকার ছন্দ  ।


আজ ঘড়ির সময় ধরে নাকি বিশাল চাঁদ উঠবে
তৃষিত চকোরের অধীর আগ্রহে জোত্স্না পান করবে ।


যে ফুল ফোটে রাতে, আবার ঝরে যায় রাতে
সেই অবিস্মরণীয় ফুল ফুটবে গভীর নিশীথে ।


মেঘেরা ফিরে গেছে, নতুন কোন এক বেদিশায়
নিস্তরঙ্গ সরোবরে চন্দ্রমুখী মুখ দেখে আয়নায় ।


ভিজে বকুলের চেনা সুবাস ইঙ্গিতে কি বলে যায় ?  
আকাশ অজানা তবু কি আনন্দে হংসমিথুন উড়ে যায় ?