তুমিই সেই মেয়ে বলিষ্ঠ উচ্চারণে
ঝকঝকে এক ভোর একুশের ফাল্গুনে।
অন্যায় প্রতিবাদে রোদ্দুর গনগনে
স্বাধীন প্রত্যয়ে পথ হাঁটো তালগুনে।
অন্তঃস্থিত সময়ের বারতা শুনে শুনে
অসম লড়াইয়ে যুক্ত জাগ্রত জনমনে ।
লড়ে যাও মেয়ে আলোর অন্বেষণে
ক্ষমতার জন্যে নয় সত্যের প্রণয়নে।