সবইতো ছিল শুধু তুমি ছিলেনা ।
হিমে ভেজা খেজুর বিথির সারি ছিল
ধানকাটা জমিতে শুয়ে ছিল অকপট আলপথ ।
চকিতে পাখনা ঝেড়ে ফেলতেই সাদা হাঁসের
পালক ভেজা জল, চোখের পাতায় পড়েছিল ।
ছিল ছিল সবই ছিল, শুধু তুমি ছিলেনা ।


কাল সারারাত নক্ষত্ররা জেগেছিল।
নিশুতি রাতে একটা তারাও খসে গিয়েছিল।
রাতের চাঁপাও ফুটে থাকবার কথা ভেবেছিল।
ভোরের আজানে ভৈরবী সুর মিশে গিয়েছিল।
বৈঁচি ফলে সূর্যের আলো পড়তেই তন্দ্রা ছুটে গেল ।
ছিল ছিল সবই ছিল, শুধু তুমি ছিলেনা ।


হৃদয়পুরে জমানো একরাশ কথা ছিল।
শরীরের ভালবাসা নদী মোহানায় যেতে চেয়েছিল।
পাখির কাকলি শুনতে বদ্বীপে বাগান রচিত ছিল।
নুড়ি কুড়াতে কুড়াতে বাকি পথ চলে যাবার ছিল
সাগরিকার মধুক্ষরা বুকে হারিয়ে যাবার ছিল ।
সব ছিল। তবু কিচ্ছু হলনা। তুমি ছিলেনা তাই।