যখন পৃথিবী প্রস্তুত হয়ে ওঠেনি
বাসযোগ্য নয়, আপামর জীবজগতের ।
ভাসমান অনু পরমানু মিলনের প্রতিশ্রুতি দেয়নি
তখন কথা দিয়েছিলে, আমায় ভালবাসবে...


বহু আলোকবর্ষ অপেক্ষার পর
আমার হৃদয়ে সবুজ পতাকা বাতাসে উড়ল
দুটো একটা এককোষী প্রাণের হোল সৃষ্টি ।
সবুজের আভায় এলো পতঙ্গ সাথে প্রজাপতিও
আঁধার সরিয়ে আলোর কণার অনুপ্রবেশ ;
ছায়ার মানবী হলুদ আলোয় হল উদ্ভাসিত
অদ্ভুত এক জ্যোতিঃপুঞ্জ নিয়ে সমুখে বর্তমান।
তোমায় কামনা করছে হাত বাড়িয়ে দশদিক
দৃষ্টি আকর্ষণ করতে চায় আকাশ ভরা সূর্য তারা
নদী সমুদ্র পাহাড় বৃষ্টি খরা মরু আর কত কি!


আমি তখন একান্তই থাকি অবহেলিতের মতন
নিতান্ত দুঃখ রাতের অসীম অন্ধকারে ।
জড়ো করতে থাকি ভাঙা দেউলের পাঁজরে প্রাণ
তাল তাল অন্ধকারে আর এক মানবী গড়ার প্রচেষ্টা ।