ফাগুনের আগুন কেন
       ছড়িয়ে দিলে দূর আসমানে।
যে ফুল ঝরে পথের মাঝে
        তার ব্যথা কি বাতাস জানে?
নদীর মাঝি সাঁঝ সকালে
         এপার ওপার করে।
মনের মাঝি আসবে কখন
         নদীর ঢেউ কি বলতে পারে?


কোকিল ডাকে গাছের ফাঁকে
        মনকে উদাস করে।
পথের দিকে চেয়ে থাকি
    বুঝি সে আসবে ফিরে ঘরে।
দিন কেটে যায় যেমন তেমন
       রাত আর কাটেনা।
চাঁদের আলোয় জ্বালা ধরে
        মন যে মানেনা।


মাদলের বাজনা বাজে দূরে
         তবু সেতো এলনা।
হৃদয়ের পদ্মবনে মধু ঝরে
         কালো ভ্রমর এলনা।
আমার এই জীবন বৃথা যায়
     তারে কোথায় খুঁজে পাই।
ফাগুন রে তোর আগুন দিয়ে
     আমায় পুড়িয়ে করিস ছাই।