দারুন দারুন শব্দ দেখি
হটাত মনে দিচ্ছে উঁকি।
তোমরা কেউ শুনেছ নাকি
ভাবছ বুঝি বলছিটা কী?


বলছি আমি বলছি শোন
আজব যেন শহর এখন।
চল যায়! যেন তেন প্রকারেন।
সাপের হাঁচি বেদে চেনে যেমন।


আকাশে যন্ত্রণা-নীল বাড়ছে
স্বপ্ন-রক্ত-রঙ ধুয়ে মুছে যাচ্ছে।
পাচ্ছি পাচ্ছি বলে অনুদান আসছে
মাধুকরী পেয়ে ঢেকুর শুধু ভরছে।


ম্যজিক মন্ত্র শুনছি দেদার
জীবন সফল হবেই সবার।
পাতা বিক্রির করে কারবার
পার হয়ে যাবে লক্ষ বেকার।


এই সব নয় আমার কথন
এ মন্ত্র হোল মনার বচন।
জেগে যারা ঘুমে মগন
তারাও সব জাগবে এখন।