আনন্দ উত্সবে শুরুতেই মিষ্টি ;
ভুরিভোজের শেষ পাতেতে মিষ্টি;
বারমাসে তেরো পার্বন মিলিয়ে নিও লিস্টি;
হাজার মিষ্টির ছানা পোনা দিয়ে দেখো দৃষ্টি ।


এই তো হলো নতুন আলাপ ;
হোক না শুরু দিয়ে একটু মিষ্টি;
ভাঙ্গা সম্পর্ক যেই জুড়ল সেই দোলাতে মিষ্টি ;
সকল সুখের খবর হয় যেন মন্ডা মেঠাই মিষ্টি ।


দাদূর রক্তে সুগার এখন;
মুখটা তাই হাড়ির মতন ;
ফ্রিজ খুললে শিশুর হাসি দাদুভাই দাওনা মিষ্টি ;
মুখে আঙ্গুল চুপ চুপ এই নাও আর চেওনা মিষ্টি ।


কিযে হলো ঝাপসা দৃষ্টি ;
হটাত তেতো সকল মিষ্টি ;
সবার মূলে সেই জিএসটি!তাই কি এমন অনাসৃষ্টি ;
নতুন দেশ নতুন দিশা, আচ্ছে দিনের ঝরছে বৃষ্টি ।