আপনিই তো সেই বিখ্যাত ব্যক্তি নীলাঞ্জন সেনগুপ্ত।


চশমাটা ভালো করে মুছে বলেন - তুমি কে মা ?
তোমার মুখটা খুব চেনা চেনা লাগছে ।
তুমি কি অনু মানে অনুরুপা'র কেউ হও!


আপনি যাকে নিয়ে কবিতা লিখে আজ বিশাল ...
সে আপনার কি ক্ষতি করেছিল বলবেন;
    তাঁকে এভাবে আস্তাকুঁড়ে ফেলে দিলেন কেন?
কি বলছ তুমি মেয়ে? কিছুইতে বুঝতে পারছিনা!


অনু মানে অনুরুপা আমার মা;
গীতবিতানের প্রতিটি পাতায় পাতায়
আপনার লেখা পত্রগুলি আজো শোভা পায়।
তাঁর কিছু নমুনা আজ পেশ করলাম কবি ;
দেখুনতো এগুলিকে চিনতে পারেন কিনা?
  
চিনি মেয়ে চিনি, তাই তোমাকে দেখে চমকেছি ?
তুমি আমার বড় আপনজন; তুমি কি মনিকাঞ্চন?
ভুল করেছি, আমি জানি আমি ক্ষমার অযোগ্য ।
সে কেমন আছে ? একবার তাঁর কাছে নিয়ে যাবে?


নিশ্চয় ; তাঁর প্রিয় ফুল নিয়ে আপনি যাবেন?
এতদিনের অপেক্ষা তাঁর অবসান হবে এবার ।
  
আমি জানি, তাঁর প্রিয় ফুল বেগুনী কাঞ্চন !
আমার বাগানে সেই ফুল ফুটে আছে চল যাই;


এই যে আমার মা,
শুকনো রজনীর মালাটা সরিয়ে দিয়ে
বেগুনী কাঞ্চনের মালাটা পরিয়ে দিন!
অনুরুপার আত্মার হোক এবার চিরশান্তি।