আমি মনোজ বলছি


মনেতে আমার জন্ম
শরীর জুড়ে বসতবাড়ি ।
অন্তর বাহিরে বিচরন করি
এই এখানে এই সেখানে।
আমিই জানাই কোনটা সঠিক পথ  
সেই পথভোলাতেই কত কষ্ট পাই ।


আমি মনোজ বলছি


ভার নেই তবু দুঃখ ভারে চলি গজমতি ।
ডানা নেই তবু বাতাসে উড়ি প্রজাপতি।
স্মৃতির পাতা খুলে পৌঁছে পাই সুদুর অতীত ;
কাল কি হবে এ ভাবনাতে মশগুল ভবিষ্যত।
মনের স্বচ্ছতায় বুঝি দুনিয়া জুড়ে বাদ বিবাদের ঘর;
স্বার্থান্বেসী পরিচয় ক্ষুদ্রতার, বিদ্রোহী মন আনে ঝড়।


আমি মনোজ বলছি


মন দিয়ে মন পেয়েছি, মন না পেয়ে হয়ে'গেছি দেবদাস ;
মনের মুকুরে যা রেখেছি তা দিয়ে এঁকেছি যে মোনালিসা ।
মন কেঁদেছে তাই প্রেমসাগর অশ্রুসজল একটা গোটা তাজমহল;
মনে জন্মে মনোজ তাই বিশ্ব জাগায় প্রতিলিপির প্রতি লিখনীতে ।


আমি মনোজ বলছি...


বন্ধু কবি মনোজ'কে ভেবে আমার এই কবিতা।