হৃদয় হয়ে গেছে একটা থর মরুভূমি
যত্র তত্র বিছানো বিষাক্ত অর্কিড
মাঝে মাঝে বালুঝড়ে হই দিশাহারা
উদ্ভ্রান্ত এক পথিক জানিনা কোথায় যাব !
কখনো কখনো পদচিহ্ন ধরে হাঁটি
ভাবি, এই বুঝি পেয়ে যাব মঞ্জিল ।


ভুল সব ভুল


হারিয়ে গেছে সে পায়ে চলার সকল রেখা
ওই তো দেখা যায় টলমল যেন জলধারা ।
হেঁটে হেঁটে এখন ক্লান্ত মিথ্যা সে জলছায়া
ও যে সর্বনাশা মরীচিকা বাড়ায় মরুতৃষ্ণা
হটাত বৃষ্টি হয়ে কেন ঝরলে না ?