কাল সারারাত ধরে বৃষ্টি হয়েছে ।
মাঠ ঘাট পুকুর এখন পূর্ণ যৌবনা।
শীর্ণকায়া নদীও এখন টইটুম্বুর যৌবনবতী
হেলেপড়া বটগাছ প্রাণভিক্ষা করে নদীর কাছে ।
আমি প্রাচীন আমি এই গ্রামের একমাত্র চিহ্ন ।
বারবার শরীর চুম্বনে শিহরিত করেছ নদী মেয়ে
প্রতিবারে খুবলে নিচ্ছ আজন্মলালিত মাটি ।
বুকের ভিতর পাঠিয়ে দিয়েছ ধংসের পরোয়ানা।
আমাকে এমন করে মরণপ্রেমে ডাক দিওনা;
আমাকে আশ্রয় করে কত কত নিরীহ প্রাণী ।
     ওরাও যে সব হারিয়ে যাবে হবে নিরাশ্রয় ।
এমন জলখেলা এমন বেগবতী ঘুর্নিখেলা
আমি ও ভালবাসি আমিও মরণে হব সাথী;
তবে এখন নয় , সময় আসুক অপেক্ষা করো
তেমন ধংসের দিন খুব বেশি দেরী নেই আর।
মানুষের লোভ লালসায় প্রকৃতি পিছু হটছে;
সেই চরম ধংসের দিনে ডাক দিও নদী মেয়ে ,
তোমার বুকে ঝাঁপিয়ে করবো গভীর আলিঙ্গন
  মরণ খেলা খেলতে খেলতে হারাব দুজনে;


একদিন হয়তো অনন্ত যুগ পরে হয়তো বা নয়তো  
তোমার আমার ফসিলপ্রেম কেউতো পাঠ করবে।