বিশ্ব জগত জুড়ে
কত কি বেড়ায় ঘুরে
কেউ তারে বাঁধে সুরে
কেউ গায় গলা ছেড়ে।
কেউ বলে আহা বেড়ে
কেউ বলে শুরু হল এইরে!
বাপু কোথা যাইরে
কোথা নেই ঠাইরে ।


একবার কবি তার
দ্যেখে প্রেয়সীর মুখভার
শুধায় সে বার বার
কেন তার মুখভার?
প্রিয়া কোন কথা কয়না
কবি ভাবে বুঝি বায়না
বাজার থেকে তাই'না
কিনে আনে সোনার গয়না।


মাথা নেড়ে বলে প্রাণ ময়না
এসব সে কোনদিন চায়না;
কূলকিনারা খুঁজে কিছু পায়না
কবির আর ভালো লাগেনা।
ছলছল চোখে বউয়ের বায়না
আমায় নিয়ে কেন কিছু ভাবনা!
শাক দিয়ে মাছ ঢেকোনা
আমায় নিয়ে গান কেন লেখনা?


পাতার পর পাতা জুড়ে
কবি লেখে কথা আর সুরে
রিমিঝিমি বৃষ্টি পাতায় পড়ে
এমনদিনে কেন থাক দূরে দূরে?
মনের ব্যথা আর রবে কি করে?
গান রচেছি যে তোমারি তরে
চাঁদ ফুল তারা আর রদ্দুরে
গান গেয়ে যাও শুধু মধুর সুরে ।