একটা মানুষকে খুঁজছে !
এই পৃথিবী নদ নদী ফল ফুল সাগর পর্বত
খুঁজছে। খুঁজে চলেছে অনবরত...
কোথায় গেল ? কোথায় গেল ?
সে হয়ে যেতে পারে জ্বলন্ত দাবানল
সে হয়ে যেতে পারে আগ্নেয়গিরির ফুটন্ত লাভা
পাখির ডাকে যে সাড়া দিত সবার আগে
নদীর স্রোতে যে নিজেকে মিশিয়ে নিয়ে
বলে উঠত - দেখো আমি নদী হয়ে গেছি।
একদিন পলাশের গাছ হয়ে চমকে দিয়েছিল!
বলেছিল - তোমার জন্য অপেক্ষা করে করে
     আমি এখন প্রাচীন বৃক্ষ ...
সেবার সবাই যখন রোদ্রতাপে প্রায় দগ্ধ হয়ে গেছি;
ভালবাসার মতন ঝমঝমিয়ে আকাশ থেকে পেলব বৃষ্টি।
কাছে পিঠে দূরে সন্নিকটে শুধু তাকে দেখছিনা
তখন চরম উৎকণ্ঠাতে চিৎকার করতে গিয়ে
সমস্ত শব্দ হারিয়ে বসে আছি নিথর।
সেই মুহূর্তে বজ্রগম্ভীরে তারই স্বর শুনি
আমায় এখন খুঁজোনা, খুঁজলেও এখন পাবেনা
কারণ, এখন আমি বৃষ্টি হয়ে গেছি।


সে কখনও এমন করে নিরুদ্দেশ হয়ে যেতে পারেনা।
হয় সে নিজে থেকে হারিয়ে গেছে !
আর তা নাহলে ষড়যন্ত্রের শিকার।
যদি সে নিজে থেকে হারিয়ে যায় , বলার কিছু নেই।
যদি হয় ষড়যন্ত্র ! তবে হোক ময়নাতদন্ত ।


কি জানি খুব জানতে ইচ্ছে করছে।
চিৎকার করে সবাই কে জানাতে চাই
সন্ধান পেলে জানাবেন, হয়তো আপনার ধারে কাছেই আছেন।