আজকের একটা দিন হারিয়ে গেল ।
সময়ের হাত ধরে টিক টিক করে ।
যেমন ভোরের পাখি ফিরে যায় নীড়ে।
যেমন ফেরিওয়ালার ডাক মিলিয়ে যায় সুদুরে ।
অনেক বাধা পেড়িয়ে নদীর স্রোত মোহানায় মিশে গেল।


শুধু সেই অধরা রয়ে গেল।
সুগন্ধি আতরের মতন ফুরিয়ে গেল ।
যাবার সময় আঁচল উড়িয়ে বলে গেল অস্ফুট স্বরে।
আজ আর আমায় ডেকনা চেনা নাম ধরে ...
স্বপ্নে এসেছিলাম স্বপ্নে গেলাম ফিরে ...


আমার অদ্ভুত দৃষ্টিকে আশ্বস্ত করে গেলে -
অন্য কোন নামে অন্য কোন রুপে আবার আসব ফিরে ।