একে কি তৃষ্ণা বলে
     না না জল তৃষ্ণা এ নয় ।
অন্ধকার শুষে নেওয়ার প্রবল তৃষ্ণা।
মানে কালো ঘন মৃত্যুকে ছুঁয়ে দেখবার ইচ্ছা।
চকচকে বালিতে যেমন ঢেউ রেখে যায় পানি
মুহূর্তে তৃষা মিটিয়ে
আবার অপেক্ষা করে অন্যটার পর আরও একটা।
প্রায় নিঃশব্দের স্তব্ধতায় পান করতেই থাকে সবটা।


আমি ও কি তাই
       হাঙরের মত গিলে চলেছি অন্ধকার।
এই মৃত্যুর অন্ধকার নিতে নিতে
আমিও একদিন হয়ে যাব নিঃসীম নিশ্ছিদ্র অন্ধকার।
অন্ধকার থেকে আলো দেখতে ভালো লাগে।
আমি ও দেখব আলোতে ফুল ফোটার
পাখীর গান গাওয়ার ।
মায়ের কাছে শিশুর খাবার চাওয়ার ।
আর দেখব অন্ধুকার চুইয়ে চুইয়ে পড়া
হিমের পরশ নেওয়া সবুজ ঘাসের শিহরণ।