নিজের অস্তিত্ব মাঝে মাঝেই হারিয়ে ফেলি
        এই আমি কি সেই আমি?
যাকে আমি চিনতাম
যে নিজের মনে জঙ্গলে হারিয়ে যেত আপন খেয়ালে।
খুঁজে নিত নির্জনতা ।
ঝরাপাতার শব্দ শুনে হতো সচকিত
তীরের ফলার মতন রোদ্দুর মাটিতে পড়ত
অবাক বিস্ময়ে ভাবতেই থাকত
কি বৈচিত্রময় এই বিশ্ব চরাচর।


নদী দেখলেই মনে হত
এই স্রোতে গা ভাসিয়ে সুদুরে চলে যেতে।
যেখানে চড়া পড়েছে। যার ঠিকানা কেউ জানেনা
শুধু আমি জানি আর নদী জানে
আর জানে সেখানের সরল বাতাস।
জোয়ার ভাঁটার দিনলিপি যে লিখে রাখত
তাকে কোনদিন দেখিনি।
কল্পনার জগতে মৎস্যকন্যা রয়েই গেছিল
ওরা কখন ঐ চরায় এসে রদ্দুর মাখেনি।
লুকিয়ে লুকিয়ে দেখবার ইচ্ছা ছিল ।


সে সাধ পূর্ণ হয়নি।
তাই, আজো আমার বসতী গড়বার সাধ মিটল না ।