আমাকে ও বলেছিল
আজ সন্ধ্যেবেলা এসো তোমাকেও দেব।
এক বুক ইচ্ছা নিয়ে গেছিলাম...
দরজা ভেতর থেকে বন্ধ ।
কড়া নাড়িয়ে কোন লাভ হয়নি।
ভিতর থেকে হাসির আওয়াজ ভেসে এসেছিল।
অনেক অপেক্ষার শেষে ফিরে এসেছিলাম ।


পরেরদিন দেখা হতেই একগাল হেসে বলেছিল
কাল এলেনা! আজ কিন্তু অবশ্যই এসো...
তোমার জন্য আশ্চর্য কিছু অপেক্ষা করছে।
আমি মিথ্যে বলেছিলাম
- কাল কাজ ছিল, তাই যেতে পারিনি।
অথছ বলতেই পারতাম সত্যিটা।


সারা সন্ধ্যে মনখারাপের বৃষ্টিতে ভিজে গেছি।
যাব ভেবে ও যাইনি । মন পুড়ছিল দাউদাউ করে...
গেলে হয়তো দুর্ঘটনা নাও ঘটতে পারত।
সকালবেলা পাড়াতে পুলিশ এ্যাম্বুলেন্স দমকল
সিলিন্ডার ফেটে ও নাকি মারা গেছে।
দমকলের জলে আমার আগুন আজো নেভেনি।