মুখোশটা
হবে উত্পাটিত।
জনগণে প্রবল জাগরণ-
যেন ভিসুভিয়াস আড়মোড়া ভাঙ্গছে,
পাহাড়ের থেকে নিম্নে ধাবমান অরণ্যানী;
সমুদ্রতল কেঁপে কেঁপে উঠছে সুনামী অবশ্যম্ভাবী।
মানবমনে'র কুরুক্ষেত্রে ওইযে ঘন ঘন বাজে পাঞ্চজন্য।
জনগণের গণদেবতা ধীরে প্রদক্ষিন করে রণাঙ্গনের] প্রতিটি ধুলিকনা।
জ্বালামুখীর আগুনে পুড়ছে মুখোশ, ওখানেই সৃষ্টির আন্দোলিত সবুজ ফসল।
নীলাকাশের দিকে চেয়ে নিক্ষেপ প্রশ্নবাণ '' বিশ্ববিধাতা এবার করো শান্তি বরিষণ"