রক্তদাগ
মুছে ফেলেছি,
এখন মুছতে পারিনি,
এখনো রক্তঝরা মনের ভিতর ।
প্রতিবেশী চক্ষু চাহনিতে আমি উলঙ্গিনী।
ছুঁড়ে দেওয়া কথায় কিংখাব খোলা তরবারী;
প্রতি মুহুর্তে উত্তাল রক্ত নদী। শীর্ণতা রক্তাল্পতায় ;
অনবরত মুখ লুকাই অন্ধকারে, চেয়ে ফিরি মৃত্যু ভিক্ষা ;
সান্ত্বনা বাক্যে সমুদ্দুরের পানি, নিরবে জ্বলে পুড়ে খাক হই ;
তবু ওরা সবাই বেঁচে থাকে চরম আত্মীয়র মতো মুখোশের আড়ালে ।