আজ
ক্লিনিকে তোমরা।
ডাক্তার শেষে নিমরাজি;
মায়ের চোখে জলের ধারা ।
ভ্রুনাবস্থায় মায়ের সম্বিত ফেরাই।
"মা আমাকে পৃথিবীর আলো দেখাও । "
মুখচোরা মা ডাক্তারবাবু আর বাবার মুখোমুখি
আমার শরীরের সন্তান বলছে - তোমরা সবাই মুখোশধারী,
পুত্রসন্তানে নাও কোলে তুলে, কন্যাসন্তানে পাঠাও যম দুয়ারে!
তোমরাতো সব মায়ের গর্ভজাত;মায়ের স্তনসুধায় প্রতিপালিত ,তবে -
কেন এই বৈষম্য ? কেন অলিখিত গড়া প্রাচীর ? জবাব কী দেবে তার?