সবুজ
এক তৃণভূমি
অবুঝ অবলা পশুদল
প্রজাপতি ডানায় এক কিশোরী
আপনমনে নীল আকাশ হলুদ ফুলে
অপার বিস্ময় চঞ্চলতায় হেলে দুলে ওড়ে;
জানতনা, মানুষের রূপে ওরা দেবদূত নাকি দানব
একটা একটা করে প্রজাপতি ডানা উপড়াতে নিতে থাকে
অসহায় কিশোরীর নীলচক্ষুর পানি ক্রমেই মাটি শুষে নিতে থাকে
কিন্তু সবুজ ঘাসে শুকনো লাল রক্তের জেহাদীতে মুখোশধারী মুখ লুকায়।