তুমি
নিজেকে চেনো
মানুষের মত দেখতে
তবু মানুষ নামের কলঙ্ক
মনুষ্য খোলস পাশে সরিয়ে রেখে
অমানবিক কাজ করে ফেরো দিন রাত
নখে দাঁতে নিয়ত রক্তাক্ত করো ক্ষতবিক্ষত শৈশব
যন্ত্রনা কাতর মুখচ্ছবি দর্শনে, করুণ প্রাণ প্রার্থনা অশ্রুবর্ষনে
বিন্দুমাত্র তরঙ্গায়িত হয়না হৃদয় বরং হাহা অট্টরবে দ্বিগুন আগ্রাসন
অসম সমরে অবশেষে নিথর হলো প্রাণ।ছিন্নভিন্ন শবদেহ আস্তাকুঁড়ে নিক্ষেপ।