এক এক সময় অন্ধকার ভীষন ভয়
নিরেট আঁধার পাথরের মতন কঠিন ।
প্রতিমুহুর্তে দুঃস্বপনের রক্তক্ষরণ হয়
নিরব নিস্তব্ধ জীবন সংশয়ে সঙ্গিন ।


চক্ষু বন্ধ করে দিগন্ত খুঁজে বেড়ায়
পথ হাতড়ে হাতড়ে হই পথশ্রান্ত।
হাহাকার প্রতিধ্বনি প্রস্তর-ময়
পথিকের হৃদয় আকুল উদ্ভ্রান্ত  ।


উজল আলোর কনিকা তব আঙুলে
বুকের ভিতর মুক্তির বুদবুদ উর্ধমুখী ।
এত আলো হাতে কে তুমি এলে ?
সাথে কি আমায় নেবে ওহে উর্ধমুখী ।


এই শব্দ এই বন্ধন এই আলোক রাশি
এ কোন তরণী শুধু বয়ে চলে উজানে ।
চেনা সুরে চেনা ছন্দে বাজালে বাঁশি
মুক্তি দিলে এনে তোমারি অভয়দানে ?