সেই বিনে কোন একটা দিন
যেন মনে হয় স্বাধীনতা হীন
তাই থাকি হয়ে তাঁর পরাধীন
ক্রীতদাস হয়ে রই প্রভুর অধীন ।


খাই না খাই, কি করি না করি
কেইবা করে আমার নজরদারি
বরং বেশী করি প্রভুর তাঁবেদারি
যেন বিগড়ায় না মেজাজ সরকারী ।


বাজারে তাঁর ভালই বাজারদর
সুযোগ বুঝে ঠুকছে হাজার কর
নির্ধারিত সংখ্যায় পরিচয় তাঁর
কাছে না রাখলে দুঃখ জীবনভর ।


তাঁর যোগেতে আমার যত ভোগ
হারিয়ে গেলে লাগে সন্তান শোক
ঘেঁটে ঘেঁটে আঙ্গুল চক্ষুর রোগ
বাচ্ছা বুড়োর সবার একই ঝোঁক ।


এত দোষে দোষী তবুযে হয়না ফাঁসি
নির্দোষ ভোলাভালা দেয় আনন্দ রাশি
খবর দেয় টাটকা দেয়না মোটেই বাসি
আমি তুমি সবাই তাকে বড্ড ভালবাসি ।


নাম দিয়েছেন বিধি, বুকের হারা নিধি
সাবধানে তাই রাখি যেন আমার হৃদি
সে যে মুঠোফোন,আমরা যে তাঁর বন্দী
চলি তাঁর আদেশে মেনেসে যে পরমতন্ত্রী ।