ঘুমের ভিতর স্বপ্ন, স্বপ্নে আসে অবন্তিকা
অবন্তিকার চিবুক লালিমা ছড়িয়ে রেখে যায়
এসো আজ থাকব নদীর তীরে অপেক্ষায়
তারপর হারিয়ে যায়, ছবির মতন মুছে যায়।
আমার যে কিছু বলার ছিল...


জাগতেই দেখি আকাশ, আকাশ কাজল কালো
আজ যেন খুব সেজেছে, মেয়ে কৃষ্ণকলি ভালো
বাতাসে উড়িয়ে আঁচল ফিসফিসিয়ে বলে গেল
কাগজের নাও ভাসাও ভরা গাঙে বলেই মিলালো ।
বুদবুদের মতন, কিছুই বলা হলোনা...


পাশ ফিরতেই দুচোখ,দীঘল চোখ শ্যামল ছায়ায়
নয়নিকা ডাক দেয় আলতো চোখের ইশারায়
চলে এসো শান্ত নিবিড় ছায়ার আবেশ নিতে
তপ্ত হৃদয় নাও জুড়িয়ে নাও গানের বাণীতে ।
গানের কলি ফুরিয়ে গেল। গান শোনা হলোনা...

গানের শেষে বৃষ্টি আসে, এলো চুলে বৃষ্টি ঝরে
মেঘমালা সুদুর থেকে কাছে, ঘূর্ণির মতো ঘুরে  
রিমঝিম ঝংকারে মেঘ-মল্লারে তান তুলে নেয়
এসো প্রিয় এসো বরষায় নব সৃষ্টির দোলনায়  ।
দাও ছুটি না'বলা কথার। পিছন ফিরে দেখোনা। ...