আমার চেনা সবার জানা
        নামটা তার কিংশুক।
গোলগাল নাদুস নুদুস
        একটু ও নয় হিংসুক।
ওর কত নাম কে জানে
       যখন যে ডাকে সেই জানে।
যে নামেই তুমি ডাকবে তাকে
        সে নামেই সে সাড়া দেবে।
দেখলেই তাকে আদর করতে
        বড্ড ইচ্ছা হয়।
আদরে করলে তিনি মহাপ্রভু
       বড্ড খেপে যায়।  
কথায় যে তিনি কথাকলি
        শুনলেই মন চঞ্চলি।
সাজানো গুছানো কথাগুলি
        যেন ঝর্নার কল্লোলই।  
সে গল্প শুনতে ভালবাসে
      ভাবনা কল্পে যায় ভেসে।
রাতে শুতে তার কাছে ঘেঁসে
      যে গল্প বলতে ভালবাসে।


লেখাপড়ায় সে মন্দ নয়
       শতকের ঘরে নাম্বার পায়।
ইস্কুল তার ভীষণ প্রিয়
        খুব সকালে ইস্কুলে যায়।
স্বভাবটা তার ভারী মিষ্টি
     কিন্তু বন্ধুরা তাকে ঘাঁটায়না।
ধূম-ধারাক্কা হাতটা চলে
      তবে দাদাগিরি দেখায়না।
ঝড়ের মতন ফুঁসবে সে
     তার কথায় ভুল ধরলে হবেনা।
ধৈর্যহারা হলে বলতেই সে পারে
     ''তোমায় নাটক করতে হবে না।''
এসব কথা শুনেও যদি চুপ
         থাকতে চাও থাকবে আর শুনবে।
কলকাতা কে কলতলা, নিমতলা'কে মিমতলা
         সে বলবেই বলবে, বোলবেই বলবে


এতো যে কথা তার
     নামে সব বললাম
         সে যদি জানতে পারে
      দোষটা আমার হবেই হবে।
করিমপুরে থাকে
      ডাকনাম তার ঘণ্টূ
         আমার সাথে চিরজীবনের
                     আড়ি হবেই হবে।