লড়তে লড়তে একদিন রাত সকাল
বিজয় পতাকা আকাশে চোখে জল ।
শিয়াল শকুনের মচ্ছব দেখি এ প্রান্তরে
এই কি স্বাধীনতা আগুন শিখা অন্তরে ।।


মৃত মায়ের বুকে শিশু খুঁজে ফেরে সুধা
মুখে তার বোল সে শুধু মা বলে আধা ;
সিক্ত মাটি সন্তানরক্তে রিক্ত হয়েছে মা
এই কি স্বাধীনতা বুকে এখন দগদগে ঘা ।


একটু একটু সৃজনে সৃষ্টি আমার পল্লীমা
মাঠে মাঠে সোনা ফসল উজল গরিমা ।
মুক্তিকামী মানুষের স্বপ্ন খেয়েছে পঙ্গপালে
চাই নব স্বাধীনতা যুদ্ধ হোক জলে স্থলে ।।